Skip to main content
খাঁটি মসল্লা.Com আমারা প্রতি নিয়ত রান্নায় মোখ রুচক অনেক মসল্লা ব্যাবহার করে থাকি । কিন্তু বাজার থেকে ক্রয় করা এসব মসল্লায় প্রচুর পরিমান ধুলা-ময়লা থাকে, যা মানব দেহের জন্য অনেক ক্ষতিকর । অসাধু কিছূ ব্যবসায়িগন অতিরিক্ত মুনাফার আশায় ইটের গুরা সহ অনেক রং - ক্যামিকেল ব্যবহার করে থাকে । আমি সচেতন একজন নাগরিক হিসাবে একটা ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি । খাঁটি মসল্লা.Com মরিচ - ধনিয়া - জিরা গুলোকে ধুয়ে - শুকিয়ে মেশিনে গুড়া করে বিক্রির জন্য কৌঠায় সংরক্ষণ করি । গুরা মরিচের উপকারিতা :- এই মরিচ স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। ক্ষুধা বাড়ায়, খাবার হজম করে, লিভারকে সুস্থ করে এবং ব্যথা ও পেটের কৃমি দূর করে। এটি প্রস্রাব বাড়ায় এবং হাঁপানি ধ্বংস করে। হলুদের উপকারিতা ???? হলুদে থাকা কারকিউমিন লোহিত রক্তকণিকাকে বৃদ্বি করে । হলুদ আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায় ও সর্দিকাশি থেকে আরাম দেয়। এছাড়া হলুদে থাকা কারকিউমিন ইনফ্লুয়েঞ্জা, সর্দি -কাশি কমাতে সাহায্য করে। হলুদে থাকা কারকিউমিন অ্যান্টি-ডায়াবেটিক এজেন্ট হিসেবে কাজ করে ও রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। জিরা খাওয়ার উপকারিতা ?? গ্যাস্ট্রিকের সমস্যায় সমাধান দেয় : গ্যাস্ট্রিকের সমস্যায় সমাধান দিতে পারে জিরা। ...অনিদ্রা দূর করে : রাতে ঘুম ভালো না হলে তার প্রভাব শরীরে পড়বেই। ...জ্বরের প্রকোপ কমায় : জিরার আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপাটিজ যা ঠান্ডা লাগা বা জ্বরের প্রকোপ কমাতে কাজ করে। ধনিয়া খাওয়ার উপকারিতা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা বেশি হলে সেখান থেকে দেখা দিতে পারে আরও অনেক অসুখ। ... রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুস্থ থাকতে হলে এবং রোগ-জীবাণুর সঙ্গে লড়াই করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা জরুরি। .হার্টের জন্য উপকারী ..মস্তিষ্কের জন্য উপকারী ...পেটের জন্য ভালো । কিন্তু এগুলোতে যদি ক্যামিকেল আর ময়লা থাকে ?????????? আমি আপাতত খিলক্ষেত এলাকায় বিপনন ও বিক্রয় করছি । হোম ডেলিভারী ফ্রি । কেহ নিতে চাইলে ইনব্ক্স করুন বা কল - 01813- 855083 খাঁটি মসল্লা.Com এ, পণ্যের মূল্য তালিকা দেয়া আছে ।
Popular posts from this blog
Comments
Post a Comment